শিরোনাম
◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার পর লাফিয়ে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।

জানা যায়, শারজার আল নাহদা এলাকার ৫১ তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে। খবর পাওয়ার পর জরুরি দলগুলো দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে ছুটে যায়। 

 তারপরও কয়েকজন ভয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি দিয়ে নামার চেষ্টা করে। এ সময় তারা পড়ে মারা যান।
 
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ১৪৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও, ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রাথমিকভাবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং সামান্য আঘাতের কারণে কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয় বলেও জানা গেছে। 
 
কেউ কেউ জানান, ঘটনার সময় কোনো অগ্নিনির্বাপক সংকেত শোনা যায়নি। 
 
২১ তলায় বসবাসকারী একজন মিশরীয় বাসিন্দা গালফ নিউজকে বলেন, ‘আমরা করিডোরে ধোঁয়া দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসি। যখন আমরা মাটিতে পৌঁছাই, তখন জরুরি দলগুলো সেখানে ছিল এবং আমাদের নিরাপদ স্থানে নিয়ে যায়।’
 
ভবনটিতে কাজের জন্য আগে থেকেই দড়ি রাখা ছিল। একজন দড়ি দিয়ে নামার চেষ্টা করে সফল হন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
 
এদিকে, ধারণা করা হচ্ছে, ৪২ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যা এখন বন্ধ করে রাখা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন। সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়