শিরোনাম
◈ ডেই‌লি সান‌কে সা‌কিব; আমার স্বপ্ন বাংলাদেশের হয়ে খেলে দেশের মাটিতেই অবসর নে‌বো  ◈ এবার গ্রীষ্মে কতটা লোডশেডিং হতে পারে? ◈ সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও, ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ মাত্র একদিনের জন্য প্রিন্সিপাল ◈ এলডিপিতে যোগ দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী ◈ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন, মূল টার্গেট এখন পুলিশ! ◈ এনআইডি সার্ভার থেকে অনুমতি ছাড়া তথ্য খুঁজলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসির ◈ মেট্রোস্টেশন থেকে মোবাইল চুরির ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ◈ এএফ‌সি থে‌কে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পে‌লো বাফুফে ◈ সহজ জ‌য়ে বা‌র্সেলোনা ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই ইরান নিয়ে সিদ্ধান্ত, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি আশা করছেন।

শনিবার ওমানে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাকে উভয় দেশের কর্মকর্তারাই ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ অ্যাখ্যা দিয়েছিলেন। তারা কয়েকদিনের মধ্যে ফের আলোচনায় বসতে সম্মত হওয়ার কথাও জানান।

এরপরই রোববার ট্রাম্পের এ মন্তব্য এল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইরান তার পরমাণু কর্মসূচি বাদ না দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে তিনি বসেছেন এবং আশা করছেন দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী শনিবার ইতালির রোমে হতে যাচ্ছে।

শনিবার ওমানে যে আলোচনা হয়েছে তা ইরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা হয়নি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওমানে ‘ফলপ্রসূ, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ আলোচনা হয়েছে।

শনিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘ঠিকঠাক মতোই’ চলছে।

“শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এ নিয়ে কথা বলতে পছন্দ করি না, তবে সব ঠিকঠাক মতোই চলছে। ইরান সংক্রান্ত বিষয় মোটামুটি ভালোভাবেই এগুচ্ছে বলে আমি মনে করি,” বলেছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়