শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত সহজ করলো গৃহকর্মী নিয়োগের পদ্ধতি

গৃহকর্মী নিয়োগের পদ্ধতি সহজ করলো সংযুক্ত আরব আমিরাত। যা বাংলাদেশ সহ এ অঞ্চলের জন্য স্বস্তির খবর। নিয়োগ পাওয়া ও সেখানে যাওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব ও দালালের খপ্পরে পড়ে অনেকেই সব কিছু খুইয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতের শেষ ঘোষণায় এক্ষেত্রে স্বস্তি ফিরতে পারে। 

দেশটির মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (এমওএইচআরই) এ বিষয়ে কয়েকটি নিয়ম জারি করেছে। ওই সব নিয়মে নিয়োগকর্তাদের কাছ থেকে বেশ কিছু দায়িত্ব স্থানান্তর করা হয়েছে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থাগুলোর কাছে। এ খবর দিয়েছে গালফ নিউজ। নতুন জারি করা নিয়মগুলোর লক্ষ্য হলো- নিয়োগ পদ্ধতিগুলোকে সহজতর করা, পরিষেবার মান উন্নয়ন করা, নিয়োগকর্তা ও কর্মীদের জন্য আরও ভালো সহযোগিতা নিশ্চিত করা। নতুন নিয়োগ-বিধি অনুযায়ী, নিয়োগকর্তার পক্ষে সেবাখাতের বেশ কিছু চাহিদা সামাল দিতে হবে। এর মধ্যে ইলেকট্রনিক আবেদন, রিসিপ্ট এবং আবেদনের প্রিন্টিং কপি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মেডিকেল যাচাই-বাছাই ও আমিরাতের আইডি কার্ড ইস্যুর ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এ ছাড়া গৃহকর্মে নিয়োজিত কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যেতে হবে এজেন্সিকে। নিয়োগকারী ব্যক্তির বাসভবন পর্যন্ত নিরাপদে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়োগকারী গৃহকর্মীর জাতীয়তা ও তার কাজের ধরন স্পষ্ট করে জানাতে হবে। 

অতিরিক্ত দায়িত্বের মধ্যে নিয়োগের পূর্বে কর্মীদের সাক্ষাৎকার নেয়া, কর্মীকে কাজের জন্য প্রস্তুত করা ও নিয়োগের পর তাদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, এসব সেবাখাতের বিষয়ে এজেন্সিকে পরিষ্কারভাবে অবহিত করতে হবে। গৃহকর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে এজেন্সিগুলোকে। এটা করতে সংশ্লিষ্ট অর্থনৈতিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে তাদের লাইসেন্সে ‘প্রিন্টিং সার্ভিস’ যোগ করাতে হবে। অনুমোদন পাওয়ার পর মন্ত্রণালয় অতিরিক্ত দায়িত্ব হিসেবে অনুমোদন দিয়ে চিঠি ইস্যু করবে। 

শাখা অফিস খোলার বিষয়ে মন্ত্রণালয় নিশ্চিত করে যে, একই অঞ্চল বা অন্য অঞ্চলের  ভেতরে শাখা খুলতে পারবে এজেন্সিগুলো। তবে সেক্ষেত্রে ৫টি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। তাহলো ব্যবসার আকারের অনুপাতে ব্যাংকে সম্পদের পরিমাণ মূল্যায়ন এবং তার গ্যারান্টি অথবা ইন্স্যুরেন্স। লাইসেন্স করার সব চাহিদা ও ডকুমেন্ট মেনে চলা। 

স্থানীয় লাইসেন্স বিষয়ক কর্তৃপক্ষের বিধিবিধান মেনে চলা। প্রতিটি শাখার জন্য আলাদা ব্যাংক গ্যারান্টি জমা দেয়া এবং আগেভাগে মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া। অনুমোদনের তিন মাসের মধ্যে লাইসেন্সপ্রাপ্ত শাখাগুলো সক্রিয় করতে হবে এজেন্সিগুলোকে। এর মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স প্রাপ্তি, ইস্যু করার সময় মন্ত্রণালয়কে অবহিত করা, লিজ চুক্তির একটি অনুলিপি জমা দেয়া, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ ও মন্ত্রণালয়ে ফাইল খোলা। অন্য পদক্ষেপের মধ্যে আছে কমার্শিয়াল ব্যাংক অব দুবাই থেকে ই-দিরহাম ডিভাইস অর্ডার করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়