শিরোনাম
◈ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিলিয়ন ডলার অনুদান স্থগিত করেছেন ট্রাম্প ◈ ঢাকায় এসে ২০ জন জুলাইযোদ্ধার চোখে অস্ত্রোপচার করে দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা ◈ গাজায় ইসরায়েলের হামলা জোরদার, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজার ◈ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই ◈ নেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’, বললেন দেশটির সাবেক সেনাপ্রধান ◈ আমাদের লক্ষ্য এক, কিন্তু পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে: আলী রীয়াজ ◈ ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ ◈ আরাকান আর্মির বাধায় তিন মাস ধরে বন্ধ ইয়াঙ্গুন-টেকনাফ পণ্য আমদানি, রাজস্ব ঘাটতি ২৪৮ কোটি টাকা ◈ স্প‌্যা‌নিশ লি‌গে অ্যাটলেটিকো মাদ্রিদের জয় ◈ ১০ জুন বাংলা‌দেশ - সিঙ্গাপুর ম্যাচ, ২২ মের মধ্যে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত চায় বাফুফে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা কর্ণফুলী কেইপিজেট হতে বন্য হাতি সরিয়ে নেয়ার চেষ্টা চলছে

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আতংকের নাম ছিল তিনটি বন্যহাতি ৷ হাতি তিনটির আক্রমণে অতিষ্ঠ হয়ে গেছিল দক্ষিণ চট্টগ্রামের এই দুই উপজেলা। বর্তমানে হাতি তিনটি আনোয়ারা কর্ণফুলী তে নেই৷ হাতিগুলোর বর্তমান অবস্থান আনোয়ারার পাশে বাঁশখালী উপজেলায়৷

জানা যায়,গত বৃহস্পতিবার রাতে,দুইটা হাতি প্রকৃতিক ভাবে বাঁশখালীতে পৌঁছান,তারপর বাকি একটি রিস্কিউ টিম ও বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় রবিবার মধ্যরাতে এটিও বাঁশখালী নিয়ে যাওয়া হয়৷ এই হাতি গুলার আক্রমণে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নবজাতক শিশু সহ অনেক মানুষ নিহত ও আহত হয়েছিলো ৷

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আনোয়ারা কর্ণফুলী থেকে দুইটি হাতি প্রকৃতিকভাবে বাঁশখালীতে চলে আসেন। এরপর আমাদের টিমের সঙ্গে কথা বলে আরেকটি হাতি যেটা আছে সেটিও রবিবার ভোর রাতে আমাদের রিস্কিউ এর সহযোগিতায় বাঁশখালীতে আনতে সক্ষম হই। মোট আনোয়ারা কর্ণফুলী থেকে তিনটি হাতি বাঁশখালীতে আসছে কিন্তু যেকোন সময় আবার হাতি আনোয়ারা কর্ণফুলীতে চলে যেতে পারে ৷

এ ব্যাপারে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, বর্তমানে আমাদের কেইপিজেট থেকে হাতি মুক্ত, হাতি গুলো কেইপিজেট থেকে চলে গেলেও,আমাদের ধারণা যে কোন মুহূর্তে আবার চলে আসতে পারে, কিন্তু আমাদের জোড়ালো দাবি থাকবে হাতি এগুলো যাতে না আসতে পারে৷ কারন আনোয়ারা কর্ণফুলী দুই উপজেলায় ঘনবসতি হওয়ার কারণে হাতিগুলা লোকালয়ে ক্ষতি করতেছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়