শিরোনাম
◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য ◈ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ◈ মুক্তির পরও আয়নাঘরে বন্দীরা এখনো আতঙ্কে ! ◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার হাজার সৈন্য জড়ো হচ্ছে ইয়েমেনে

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এজন্য আমেরিকা-ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি। হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত। তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। তবে এবার খবর প্রকাশিত হয়েছে, বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০ হাজার সেনা।

ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০ হাজার সেনা।

প্রতিবেদনে বলা হয়, তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরের এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, শিগগিরই এমন অভিযান শুরু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদেইদাহ পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। বন্দরনগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রায় ৮০ হাজার সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

শুধু হোদেইদাহ বন্দরই নয় এই অভিযান পরিচালনা করা হবে ফিফথ ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় তেইজ প্রদেশেও। বলা হচ্ছে, হোদেইদাহ দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ডওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব।

২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলায় বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে। এরপর ইয়েমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরুর ঘোষণা দেয়। অনুবাদ কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়