সিএনএন: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ডিভোর্সের গুঞ্জনের বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন তার স্ত্রী মিশেল ওবামা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ডিভোর্সের গুঞ্জনের বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন তার স্ত্রী মিশেল ওবামা। সম্প্রতি প্রচারিত এক পডকাস্টে তিনি বলেন, ‘আমি এখন নিজেকে এবং নিজের পরিবারকে সময় দিচ্ছি। নিজেদের মতো করে সময় কাটাচ্ছি।’
মিশেল জানান, হোয়াইট হাউসে আট বছরের ব্যস্ততম সময় পেরিয়ে এখন তিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরে পেয়েছেন। আগে নিজের মতো করে সময় কাটানো সম্ভব ছিল না। এখন আমি নিজের ক্যালেন্ডার নিজেই সাজাতে পারছি, সিদ্ধান্ত নিতে পারছি। আগে সেই স্বাধীনতা ছিল না।’
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে ওবামা দম্পতির অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। এর ব্যাখ্যায় মিশেল জানান, ‘আমি এখন নিজের মতো করে করণীয় ঠিক করছি। বাচ্চাদেরকে বেশি সময় দেয়ার চেষ্টা করছি। তাদের পড়াশোনার খেয়াল রাখছি। আর কিছু মানুষ মনে করছে, ওবামার সাথে আমার বিচ্ছেদ হতে যাচ্ছে।’