আবছার তৈয়বী, আমিরাত প্রতিনিধি (আবুধাবি থেকে): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়। এ সময় ইউএই’র মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান উপরাক্ত আশাবাদ ব্যক্ত করেন বলে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্রও পেশ করা হয়। এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত তারেক আহমেদ এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরেন। এরই পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।
উভয় দেশের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইউএই’র মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাগ্রহে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে বানবে। তিনি একইসঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহও জ্ঞাপন করেন। সবশেষে তিনি তাঁর শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আদালতের চেয়ারম্যান মহামান্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, রাষ্ট্রপতি আদালতের চেয়ারম্যান মহামান্য শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, রাষ্ট্রপতি আদালতের উপ-চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান, আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, প্রতিমন্ত্রী নৌরা আল কাবি, রাষ্ট্রপতির কৌশলগত বিষয়ক কার্যালয়ের চেয়ারম্যান এবং আবুধাবি নির্বাহী কার্যালয়ের চেয়ারম্যান ডঃ আহমেদ মুবারক আল মাজরোয়ী এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।