শিরোনাম
◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা নিয়ে ১৮ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

ইলেকট্রনিক ট্রানজিট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এ ভিসায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ফলে ১৮টি দেশের নাগরিকরা এ সুবিধা পাবেন।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেকট্রনিক ট্রানজিট ভিসা মূলত ই-স্টপওভার ভিসা নামে পরিচিত। এ ভিসার আওতা সীমিত করা হয়েছে। এখন থেকে শুধু নির্দিষ্ট ১৮টি দেশের নাগরিকরাই এই ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

মিসরের সংবাদমাধ্যম কায়রো২৪-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী, এই ই-স্টপওভার ভিসা কেবল ‘গ্রুপ এ’-এর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আগত কিংবা সেসব দেশে গমনরত যাত্রীদের জন্যই প্রযোজ্য হবে।

যেসব দেশের নাগরিকরা এই ভিসা পাবেন তারা হলো কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও মরিশাস।

একটি সূত্র জানিয়েছে, এই সুবিধাটি শুধু তাদের জন্য প্রযোজ্য, যাদের ফ্লাইট নির্ধারিত দেশগুলোর মধ্যে কোনো একটি থেকে শুরু হয় বা শেষ হয়। অর্থাৎ, যাত্রা শুরুর বা গন্তব্যস্থল হতে হবে এই তালিকাভুক্ত ১৮টি দেশের মধ্যে কোনো একটি।

সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, এ সুবিধার জন্য যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের কোনো একটিতে প্রবেশ করার জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং সেই ভিসাটি ব্যবহার করে পূর্বে অন্তত একবার ওই দেশে ভ্রমণ করতে হবে।

এই নতুন নীতির উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করা এবং নির্ভরযোগ্য যাত্রাপথের ওপর ভিত্তি করে আবেদনকারীদের যাচাই করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়