ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সদস্যের আমিনুল ইসলাম (৩০) নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর যাবত কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন আমিনুল ইসলাম। সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে। এই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন আমিনুল।
ঈদে স্ত্রী ও সন্তান বাড়িতে থাকায় বাসায় একা ছিলেন আমিনুল। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি কর্মস্থল এসেছিলেন। ৬ এপ্রিল ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওই দিন রাতেই ঘটনাটি ঘটে। কী কারণে এমনটি ঘটেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসা থেকে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ