শিরোনাম
◈ বাংলাদেশিদের ইউরোপে আশ্রয় কঠিন হলো ◈ পাকিস্তান কি বাংলাদেশের ৪.৫২ বিলিয়ন ডলার দেবে? ◈ প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু ◈ সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা ◈ ঢাকা-ওয়াশিংটন অগ্রাধিকারের মাঝে দুই দেশের মিল খুঁজে বের করবে  ◈ দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে ◈ ডলারকে ছাড়িয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল ◈ অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ: আনন্দবাজারের রিপোর্ট ◈ ভোরের কাগজের সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল ◈ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে বদলি, দায়িত্বে শাহেলা পারভীন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিকদারবাড়ী নামক স্থানে যমুনা পেট্রোলিয়াম তেলবাহী একটি ট্রলির চাপায় মো. খলিলুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত খলিলুর রহমান উপতেলার শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল হাসেম প্যাদার পুত্র। তিনি আমতলী পৌরসভার ওয়াপদা সড়কে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নিহত শিক্ষক খলিলুর রহমান নিজ মোটরসাইকেল যোগে তার কর্মস্থল আমতলীর সীমান্তবর্তী শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন।, ওই সময় পথিমধ্যে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিকদারবাড়ী নামক স্থানে পৌছা মাত্র যমুনা পেট্টোলিয়াম কোম্পানীর একটি তেল বোঝাই ট্রলি খলিলুর রহমানকে পিছন থেকে ধাক্কা দেয়। ওই সময় খলিলুর রহমান ছিটকে সড়কে পরে বুকে এবং পাঁজরে গুরুতর আঘাত পান। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে হাসপাতালের সামনেই এ্যাম্বুলেন্সে বসে মারা যান। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান রাশেদ জানান, নিহত সহকারী শিক্ষক খলিলুর রহমানের ডান পাশের পাঁজর ভেঙ্গে গেছে এবং বুকে আঘাতের কারনে শ্বাসকষ্ট হচ্ছিল।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তেলবাহী ট্রলিটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়