শিরোনাম
◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ   ◈ রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ◈ পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ◈ সেই পুলিশ কনস্টেবল পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ ◈ সোনালী ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাসহ ১১ জনের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ‘মুসলিম কর্মী’ বরখাস্ত!

প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

 প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগ।
 
স্থানীয় কর্মকর্তাদের মতে, কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত সাকিব খান নামের ওই ব্যক্তি গত ৩১ মার্চ ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। 
 
 বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমারের বরাত দিয়ে পিটিআই জানায়, এই ঘটনাকে ‘দেশবিরোধী’ হিসেবে দেখা হয়েছে এবং বিভাগ (বিদ্যুৎ) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।
 
সঞ্জীব কুমার বলেন, ‘কৈলাসপুর পাওয়ার হাউসের চুক্তিভিত্তিক কর্মী সাকিব খান ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এর একটি ছবি পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানিকে একটি চিঠি দিয়ে সাবিক খানকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়