শিরোনাম
◈ ভারতে পালিয়ে থাকা আ’লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন ‘কামডা না করে আকামডা করো’ (ভিডিও) ◈ সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ঝড় হতে পারে  ◈ ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি ◈ বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত সহ ৬ জন গ্রেফতার ◈ যৌথবাহিনীর সহযোগিতায় বিমানবন্দর এলাকার ফুটপাতের ৭০ দোকানপাট উচ্ছেদ ◈ পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা ও সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে : বাণিজ্য উপদেষ্টা ◈ পলাতক কামাল-কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ◈ ক্রীড়া প্রতিযোগিতায় আসা নারীদের বাথরুমে গোপনে ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলের অবিরাম হামলা চলছেই

গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ বোমা হামলায় দক্ষিণ খান ইউনিসে এক সাংবাদিক এবং উত্তর গাজা শহরে এক শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে গাজায় ১৫ জন চিকিৎসাকর্মী হত্যার একটি নতুন ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক ক্ষোভ আরও বেড়েছে। ভিডিওতে দেখা যায়, জরুরি সেবাকর্মীরা প্রতিফলক জ্যাকেট পরে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থান করলেও, ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায়, রাতভর চলা ইসরায়েলি হামলায় আরও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘের তথ্যমতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর থেকে ১৫,৮০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়