শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান তিন আসামী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর মিম হত্যা মামলায় র‌্যাব-৫ প্রধান তিন আসামীকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডটি রাজশাহী শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

২০২৪ সালের ২৬ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে পূর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ ১৩ জন আসামী এবং অজ্ঞাতনামা ৮-১০ জন ব্যক্তি মিম (২৩) নামক এক যুবককে নির্মমভাবে মারপিট করে। তাদের হাতে ছিল বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, চাপাতি, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র। মারধরের পর মিমকে এক ব্যাটারি চালিত রিক্সায় করে শেখেরচক ঈদগাহ মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে গিয়ে সেখানেও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তার ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙে ফেলা হয়।

এমন মর্মান্তিক আঘাতের পর মিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তবে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করার পর নিহত মিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই সঙ্গে, ঘটনার তদন্ত শুরু করে র‌্যাব-৫। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ২৭ মার্চ, ২০২৫ তারিখে মামলার ৪নং আসামী রুমন (২৮) কে গ্রেফতার করা হয়।

এর পরবর্তী পর্যায়ে, ৪ এপ্রিল, ২০২৫ তারিখে রাত আনুমানিক পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকায় অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রধান তিন আসামী— মোঃ শাকিল (২১), মোঃ রবিন (২৭), এবং মোঃ শুভ (২৪)— কে গ্রেফতার করা হয়। তাদের সকলেই শেখেরচক এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়