শিরোনাম
◈ ফের সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট ◈ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

পার্সটুডে: বৃহস্পতিবার হোদেইদাহ প্রদেশের আকাশসীমায় একটি প্রতিকূল অভিযান পরিচালনা করার সময় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন সেনাবাহিনী সানা ও সাদা প্রদেশের বিভিন্ন এলাকাসহ আরো বেশ কয়েকটি প্রদেশে ৩৬টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী, ড্রোন বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করতে সফল হয়েছে। বিশেষ করে তারা উত্তর লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ’ট্রুম্যান’সহ অন্যান্য যুদ্ধজাহাজে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে। সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে অব্যাহত ছিল।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, তাদের ঘোষিত অপারেশনাল এলাকায় সব মার্কিন যুদ্ধজাহাজ ও হুমকির উৎসগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তারা দৃঢ়তার সাথে বলেন, আগ্রাসি হামলা কখনই এই বাহিনীকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক কর্তব্য পালনের পথে বাধা দিতে পারবে না।

এছাড়াও বৃহস্পতিবার হোদেইদাহ প্রদেশের আকাশসীমায় একটি প্রতিকূল অভিযান পরিচালনা করার সময় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়