শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাতে মাটি বহনকারী ট্রাক্টর চালকের 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি। শুক্রবার রাত ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের ২’শ গজ দুরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরের ট্রলিতে করে মাটি নিয়ে সাফদারপুরে দিকে যাচ্ছিলো চালক হুসাইন।সেসময় সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হুসাইনের। নিহত চালক হুসাইন হলেন চুয়াডাঙ্গা জেলার  দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয় মানুষ জড়ো হতে থাকে আমরাও গিয়ে দেখি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক্টর আর ট্রেন। সেখানেই ট্র্যাক্টার চালকের মৃত্যু হয়। ঘটনাটি রেলে পুলিশকে অবগত করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মনিতোষ কুমার জানান, মাটি বোঝায় একটি ট্রাক্টর রেললাইন পার হাওয়ার সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্র্যাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃত দেহ উদ্ধার করা হয়েছে। খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়