শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে আবুধাবিতে ২৩৭ ভিক্ষুক গ্রেপ্তার

আবুধাবিতে রমজান মাসে ভিক্ষুক বেড়েছে। ছবি: সংগৃহীত

চলতি রমজান মাসে আবুধাবিজুড়ে ২৩৭ জন ভিক্ষুককে আটক করেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাত সরকার মনে করে, ভিক্ষাবৃত্তি হলো ‘সমাজের সভ্য ভাবমূর্তি বিনষ্টকারী’ প্রথা। ভিক্ষাবৃত্তি প্রায়শই প্রতারণার একটি ছদ্মরূপ।

আবুধাবির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর ব্রিগেডিয়ার মুসাল্লাম মোহাম্মদ আল আমেরি গালফ নিউজকে বলেন, ভিক্ষুকেরা অর্থ সংগ্রহের জন্য মিথ্যা গল্প তৈরি করে জনসাধারণের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। তিনি জোর দিয়ে বলেন, ভিক্ষুকদের কৌশল যাই হোক না কেন, পুলিশ অধিদপ্তর তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখবে।

তিনি জনসাধারণকে ভিক্ষুকদের সরাসরি দান ও জাকাত দেওয়া থেকে বিরত থাকার মাধ্যমে ভিক্ষাবৃত্তি রোধে সহায়তার আহ্বান জানান। পরিবর্তে, স্বীকৃত দাতব্য সংস্থা ও প্রতিষ্ঠানের মতো সরকারি চ্যানেলের মাধ্যমে দান করার জন্য উৎসাহিত করেন।

আল আমেরি আরও সতর্ক করে বলেন, ভিক্ষুকদের অর্থ দেওয়া অনিচ্ছাকৃতভাবে তাদের টিকে থাকতে উৎসাহিত করে। এর ফলে ভিক্ষাবৃত্তির ছদ্মবেশে সংঘটিত অপরাধ বাড়ে।

কীভাবে ভিক্ষুকেরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগায়, সে ব্যাপারে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পুলিশ। মসজিদ, বাজার বা রাস্তার পাশে সাধারণত ভিক্ষুকদের দেখা যায়। তবে ইদানীং অনলাইন ভিক্ষুকও বেরিয়েছে। তারা ডিজিটাল উপায়ে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ সংগ্রহ করতে পারে।

কর্তৃপক্ষ বিশেষ করে রমজান এবং উৎসবের সময়ে অনলাইন ভিক্ষাবৃত্তির বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ করেছে। প্রতারকেরা আবেগপূর্ণ বার্তা, জাল ছবি এবং প্রতারণামূলক আবেদন ব্যবহার করে যেমন—অনাথ–এতিমদের সাহায্য করা, চিকিৎসা তহবিলের ব্যবস্থা করা বা দরিদ্র অঞ্চলে মসজিদ ও স্কুল নির্মাণ—এসব বলে লোকজনের কাছ থেকে দান আদায় করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়