রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় জনপ্রতি মাসিক বরাদ্দ ছয় ডলারে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে, জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার। খবর: বিবিসি বাংলার।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতদিন সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল বলেও জানান মি. রহমান। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।
"এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না," বিবিসি বাংলাকে বলেন কমিশনার।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর - এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে বলে ধারণা তার।