শিরোনাম
◈ ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, ব্যবসায়ীদের মুখে হাসি ◈ সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয়: মির্জা ফখরুল ◈ লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪ ◈ নেত্রকোনায় ঈদের নামাজ আদায়ে মুসল্লীদের বিক্ষোভ! ◈ এপ্রিল জুড়েই তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস ◈ নিউইয়র্ক টাইমসের ইসলামিস্টদের উত্থান নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং ◈ ফেসবুক পোস্ট নিয়ে সুনামগঞ্জে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০  ◈ তারিখ নিয়ে বিতর্ক: সৌদি আরব কি এক দিন আগেই ঈদ উদযাপন করেছে? ◈ এপ্রিলে যেসব শর্ত নিয়ে ঢাকায় আসছে আইএমএফ দল ◈ ট্রাম্পের নতুন শুল্ক: ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০২:২৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে সবচেয়ে নিরাপদ আরব দেশগুলো, বাংলাদেশের অবস্থান কত!

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় আরব দেশগুলো প্রথম সারির দিকে রয়েছে। Numbeo- এর ২০২৫ সালের নিরাপত্তা সূচক অনুসারে আবারও দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আবর আমিরাত। ৮৪.৫ স্কোর নিয়ে গত বছরের মতোই তাদের অবস্থান বজায় রেখেছে। এ তালিকায় ৮৪.৭ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ ইউরোপের আন্দোরা। তালিকায় বাংলাদেশের অবস্থান তলানির দিকে।

বিশ্বের নিরাপদ দেশের তালিকা করা Numbeo ১৪৭টি দেশ নিয়ে জরিপ করেছে। যেখানে অপরাধের অনুভূত মাত্রা, দিন ও রাতের নিরাপত্তা, চুরি, হয়রানি এবং হামলার মতো নির্দিষ্ট অপরাধ সম্পর্কে জরিপ করা হয়েছে। এছাড়াও এটি বৈষম্য এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও জরিপ করেছে। আর সেই আলোকেই দেশগুলোর র্যাংকিং করেছে Numbeo।

তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার ৮৪.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ওমানের অবস্থান পঞ্চম। অন্যদিকে সৌদি আরবের অবস্থান তালিকার ১৪ নম্বরে। গত বছর যা ছিল ২৬। তবে বাহরাইনের অবস্থার খানিকটা অবনতি হয়েছে। কিছুটা পিছিয়ে তাদের অবস্থান ১৬তম।

অবস্থার অবনতি হয়েছে যুক্তরাজ্যেরও। তিন ধাপ নেমে দেশটির অবস্থান এখন ৮৭তম। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ৮৯তম। অন্যদিকে চলমান সংঘাত সত্ত্বেও ফিলিস্তিনের অবস্থান তাদের ওপর। দেশটির অবস্থান ৬১তম। অন্যদিকে ইউক্রেনের অবস্থান ৮০তম।

অন্যদিকে ১৪৭টি দেশের মধ্যে সবচেয়ে অনিরাপদ দেশের তালিকায় সবার ওপরে ভেনেজুয়েলা। এরপর পাপুয়া নিউ গিনি, হাইতি, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

এদিকে অনিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম। অর্থাৎ নিরাপত্তার দিক দিয়ে ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের নাম্বার ৬১. ৬। নিরাপত্তায় যা ৩৮.৪। অন্যদিকে সবচেয়ে অনিরাপদ দেশ ভেনেজুয়েলার অপরাধের ক্ষেত্রে নাম্বার ৮০.৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়