শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা ◈ মুনাফার হার বাড়ালেও উল্টো কমেছে সঞ্চয়পত্র বিক্রি ◈ যুক্তরাষ্ট্রে পুরস্কার পাওয়ায় জুলাইয়ের সাহসী নারীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের 'সাহসিকতা পুরস্কার' ◈ হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা থেকে ১৪৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার ◈ যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি: সুনামগঞ্জে শিশুসহ নিহত ৫ ◈ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত ◈ এনসিপি দল হিসেবে ব্যর্থ হয়েছে: ছাত্রদল সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো ভারত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায় 

ইয়েমেনের হুতিদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে বার্তা আদান–প্রদানের অ্যাপ ‘সিগন্যাল’–এ হওয়া আলাপের বিবরণ বুধবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিক। গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার এ ঘটনায় চাপে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজের পদত্যাগ দাবি করেছেন। খবর: আল জাজিরা

এই বিস্তারিত বিবরণ বের হওয়ার আগেই মঙ্গলবার থেকে বিষয়টি নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটিতে শুনানি চলছে। ডেমোক্র্যাটদের দাবি, হুতিদের ওপর হামলার পরিকল্পনা প্রকাশ হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এতে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়েছে।

অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেছেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না। বুধবার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথও একই কথা বলেছেন। অন্যদিকে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট আটলান্টিকের প্রতিবেদনকে ‘ধোঁকাবাজি’ বলে মন্তব্য করেছেন।

কয়েক দিন ধরে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকার বিভিন্ন স্থাপনায় ড্রোন ও বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ হামলার পরিকল্পনা নিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় আরও কিছু কর্মকর্তা সিগন্যাল অ্যাপে আলাপ করছিলেন।

এই চ্যাট গ্রুপে ভুলক্রমে দ্য আটলান্টিকের সম্পাদক সাংবাদিক জেফরি গোল্ডবার্গকেও যুক্ত করা হয়েছিল। মাইক ওয়ালৎজ ভুলবশত গোল্ডবার্গকে চ্যাট গ্রুপে যুক্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার আটলান্টিকে চ্যাটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। চ্যাটে হুতিদের ওপর হামলা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ১৫ মার্চের আলোচনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বলে ধারণা করা হচ্ছে।

আটলান্টিকের দাবি, চ্যাটে প্রতিরক্ষামন্ত্রী হামলার সময় এবং কোনো ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হবে, তা উল্লেখ করেছেন। হুতিদের ওপর আগে যেসব হামলা চালানো হয়েছিল, সেগুলো কতটা কার্যকর ছিল, তা নিয়েও আলোচনা করা হয়েছে।

হুতি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় নারী ও পাঁচ শিশুসহ ৫৩ জন নিহত হয়েছেন।

চ্যাটে একটি বার্তায় হেগসেথ লিখেছেন, ‘আবহাওয়া অনুকূলে। মাত্র সেন্টকমকে নিশ্চিত করলাম আমরা অভিযান শুরু করতে যাচ্ছি। ১৪: ১৫: নিশানায় ড্রোনের আঘাত (এই সময়েই প্রথম বোমা ফেলা হবে)।’

পরে মাইক ওয়ালৎজ এক বার্তায় হামলার মুহূর্তের গোয়েন্দা তথ্যের বরাতে একটি আক্রান্ত স্থাপনার অবস্থার কথা লিখেছেন। আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বলে মনে হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিকের প্রতিবেদন প্রকাশের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। ওই চ্যাটে গোপনীয় কিছু ছিল না বলে আবারও জোর গলায় দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হেগসেথ লিখেছেন, ‘আটলান্টিক কথিত “যুদ্ধ–পরিকল্পনা” প্রকাশ করেছে। এসব “পরিকল্পনায়” কোনো নামের উল্লেখ ছিল না। কোনো লক্ষ্যবস্তুর উল্লেখ ছিল না। কোনো স্থানের উল্লেখ ছিল না। কোনো ইউনিটের নাম উল্লেখ ছিল না। ছিল না হামলা চালানোর কোনো রুটের নাম। কোনো সূত্রের উল্লেখ ছিল না। কোন পদ্ধতিতে হামলা চালানো হবে সেটাও ছিল না।’

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ‘এটা থেকে এই বিষয়ই প্রমাণিত হয় যে জেফরি গোল্ডবার্গ কখনো কোনো যুদ্ধ পরিকল্পনা বা “হামলার পরিকল্পনা” দেখেননি (যেমনটি তিনি এখন দাবি করছেন)। তিনি এটার ধারেকাছেও ছিলেন না।’

হেগসেথ আরও লিখেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাব। একই সঙ্গে সংবাদমাধ্যমও যেটা সবচেয়ে ভালো পারে, সেটা করবে—(আর তা হলো) ধোঁকাবাজি ফেরি করে বেড়ানো।’

স্থানীয় সময় বুধবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিত সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ‘ভুলের’ দায় নিয়েছেন। তবে প্রেসিডেন্টের ‘জাতীয় নিরাপত্তা দলের ওপর আস্থা রয়েছে’ বলেও জানান তিনি। অনুবাদ: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়