শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ঈদের জামাতের সময় ঘোষণা

সৌদি আরবে এবার কবে ঈদুল ফিতর উদযাপিত হবে তা এরই মধ্যে জানা গেছে। এরাবার জানা গেল ঈদের জামাতেরও সময়।

জ্যোতির্বিদরা বলছেন, এ বছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। এবার ঈদের জামাত কখন শুরু হবে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ। 

তিনি এক নির্দেশনায় বলেছেন, সূর্যোদয়ের ১৫ মিনিট পরই নির্ধারিত স্থানগুলোতে ঈদুল ফিতরের জামাত শুরু করতে হবে। সরকারের এই নির্দেশনা মেনেই সারা দেশে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
গালফ নিউজের এক প্রতিবেদন মতে, সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে। 
 
তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে।
 
 পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
 
নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে।
 
যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।
 
মন্ত্রণালয় দেশজুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এ প্রচেষ্টা মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।
 
 ঈদুল ফিতর সামনে রেখে সৌদি আরবে এরই মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে, যাতে নামাজ আদায় করতে আসা সবাই আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়