শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল, আজ, আমি কেবল একটি সংখ্যা’

হামাসের হাতে জিম্মি এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪)। ছবি: সংগৃহীত

গাজায় জিম্মি দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে উপত্যকার শাসক দল হামাস। এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪) নামের দুজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। 

বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল।  আজ, আমি কেবল একটি সংখ্যা। ’

ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা (হামাস) আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন।  তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল।

তিনি বলেন, ‘প্রায় কোনও খাবারই নেই। কোনও নিরাপদ জায়গা নেই।  আরও খারাপ বিষয় যে আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। ’

এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি সম্পর্কে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ’

ভিডিওতে বোহবোট ক্ষুব্ধভাবে বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে। যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন।  তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন। সত্য বেরিয়ে আসুক। ’

বোহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্মি ওহাদ বেন আমির উদ্দেশে প্রশ্ন করেন, ‘তুমি কেন তাদের বলো না? তুমি আমাদের সাথে ছিলে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়