শিরোনাম
◈ ঢাকা-বেইজিং এক চুক্তি, ৮ সমঝোতা ◈ শত কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ ◈ বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল ◈ চট্টগ্রামে আক্রোশ, অন্তঃকোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার একের পর এক খুন আহত প্রায় ২ হাজার! ◈ চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা ◈ বছরের প্রথম সূর্যগ্রহণ আসছে ২৯ মার্চ ◈ চাঁদ দেখা কমিটির সভা রবিবার ◈ অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত ◈ আর একদিন পর সাঙ্গ হবে শেখ জায়েদ গ্রান্ড মসজিদের বিশ্বের অন্যতম বৃহত্তম ইফতার সম্মিলন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমিতে হাঁস ঢুকা নিয়ে বিরোধ, দুপক্ষের সংর্ঘষে আহত ২০

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:৫৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার ননদের স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এর আগে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। এ ঘটনায় সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তিনি কারো কথা না শুনে উলটো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখেন। সবশেষ সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে পেছন থেকে মুখ চেপে ধরেন অভিযুক্ত। পরে আরও ৪ জন এসে তার হাত ও মুখ-চোখ বেঁধে ফেলেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়