শিরোনাম
◈ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এখনো বিতর্ক কেন? ◈ জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই : মির্জা আব্বাস  ◈ স্বাধীনতা দিবসে যে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে হারালো আর্জেন্টিনা  ◈ ফিল সিমন্স ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচ থাকছেন, চুক্তি সম্পন্ন ◈ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম ভেঙে ফেলা হবে  ◈ সংকট উত্তরণে নির্বাচনেই সমাধান দেখছেন রাজনীতিবিদরা, বিশেষজ্ঞরা যা বললেন ◈ স্বাধীনতা দিবসের চিঠিতে শেখ মুজিবুর রহমানের জন্য মাগফিরাত কামনা, প্রশাসনিক কর্মকর্তা নমিতা দে’কে ওএসডি ◈ ঢাকা মেডিকেলের ২২ কোটি টাকা সাশ্রয় এক সিদ্ধান্তে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় অন্তত ছয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। দেশটির মদিনা ও মক্কা শহরের মধ্যবর্তী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরের ওয়াদি আল আকিকের মহাসড়কে গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটেছে। 

এই দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেলকে জানানো হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধা নুগ্রাহা এক বিবৃতিতে বলেছেন, মদিনা-মক্কার মহাসড়কে দুর্ঘটনার শিকার বাসের ২০ যাত্রী হতাহত হয়েছেন। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহতদের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় বলে জানা গেছে। পরে বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় গাড়িটি ওমরাহযাত্রী ও তাদের সহকারী কর্মীদের বহন করছিল।

দুর্ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্ধারে ঘটনাস্থলে একটি নিরাপত্তা দল মোতায়েন করেন।  সূত্র: গালফ নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়