শিরোনাম
◈ মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ? ◈ ড. ইউনূসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি ◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: চোখের পলকে ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত ◈ বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন : প্রধান উপদেষ্টাকে জানালেন শি জিনপিং ◈ আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন, চীনা বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা ◈ উড়াল ও ইন্টারচেঞ্জের সার্ভিস সড়কে উত্তরে স্বস্তির ঈদযাত্রা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালল হুথিরা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে, ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে, ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজিয়ে ছিল। পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করে।

এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার পাল্টা হিসেবে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকেও হুথির ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।

গোষ্ঠীটি শনিবার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি ছিল গত দুই দিনের মধ্যে তৃতীয় হামলা।

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমাকে অনিরাপদ রাখবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছিলেন এবং তেহরানকেও সতর্ক করে দেন, যেহেতু তারা এই গোষ্ঠীকে সহায়তা প্রদান করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়