শিরোনাম
◈ ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব ◈ সুন্দরবনের আগুন রাতের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ ◈ এবার এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক ◈ মাহমুদুর রহমানের আওয়ামী লীগের বিষয়ে ৩ প্রস্তাব ◈ কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল শুরু বেঙ্গালুরুর ◈ একজন আজ ফোন করে বলেছেন, ঢাকায় ফিরলে গ্রেপ্তার করা হতে পারে: রংপুরে জি এম কাদের ◈ সুলভমূল্যে মাংস, ডিম, দুধ বিক্রির পরিধি বাড়ালো সরকার ◈ ‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ৩৯৩, মামলা ১১৬ ◈ বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ গ্রেফতার ৭১

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান

ফক্স নিউজ: ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। 

সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েল। তাতেই তাবাশের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূলহোতা বলেও তাকে উল্লেখ করেছে আইডিএফ।

ইসরায়েলের বিবৃতিতে জানানো হয়েছে, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে আইডিএফ। ইসরায়েলের এই দাবি সম্বন্ধে এখনও কোনও মন্তব্য করেনি ফিলিস্তিনি গোষ্ঠীটি।

আইডিএফের বিবৃতিতে দাবি, ২০০৫ সালে গাজা উপত্যকার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন তাবাশ। এছাড়াও বহু হামলা হয়েছে তার ষড়যন্ত্রে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের ক্ষয়ক্ষতি বিবেচনা করে সামরিক শক্তি বৃদ্ধি করে চলছিলেন তিনি। গোয়েন্দা বিভাগেও তাবাশের দক্ষতা ছিল। মূলত, তার দক্ষতাকে কাজে লাগিয়েই কিছু কিছু ক্ষেত্রে আইডিএফের হামলা প্রতিহত করতে সফল হয়েছিল হামাস, দাবি ইসরায়েলের। তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে আগামী দিনে হামাসের বিরুদ্ধে সংগ্রাম আরও সহজ হতে চলেছে। সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়