শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র এই প্রথম উচ্চ প্রযুক্তির লেজার নিয়ন্ত্রিত রকেট বিক্রির অনুমোদন দিল সৌদি আরবের কাছে, কী আছে এতে 

সৌদি আরবের কাছে প্রথম উচ্চ প্রযুক্তির নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যার মূল্য আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

দ্য অ্যাডভান্স প্রিসিয়াস কিল ওয়েপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো একটি লেজার নিয়ন্ত্রিত রকেট। যেটি আকাশ ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগন। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই অস্ত্র বিক্রির অনুমোদন সৌদি আরবকে বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে এবং বড় ধরনের ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হবে। 

এই অস্ত্র ব্যবহার করে কম খরচে বিশেষ করে হুতি বিদ্রোহীদের স্বল্প মূল্যের সামরিক ড্রোনগুলোকে ভূপাতিত করতে পারবে সৌদি আরব। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বৃহস্পতিবার কংগ্রেসকে দুই হাজারটি এপিকেডব্লিউএস এবং এর সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রশিক্ষণের সম্ভাব্য বিক্রয় সম্পর্কে জানিয়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে, এ ধরনের বিক্রির প্রস্তাবনা মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্য এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করে। এছাড়া অংশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা জোরদার করে। বিশেষ করে গালফ অঞ্চলীয় দেশের রাজনীতি এবং অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে। 

তবে চুক্তি অনুমোদন সত্ত্বেয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অথবা এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কোনো ইঙ্গিত দেয়নি। পেন্টাগন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি হবে বিএই প্রক্রিয়ার মাধ্যমে। 

গুরুত্বপূর্ণ এই বিক্রয় প্রস্তাবটি এমন এক সময় এলো যখন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। গত শনিবার থেকে চালানো হামলায় ৩১ জন মানুষ মারা গেছে। গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর ইয়েমেনে এই প্রথম বড় ধরনের কোনো অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়