শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৌমাকে ‘কাছে পেতে’ ছেলেকে কোপালেন শ্বশুর, অতঃপর...

স্ত্রীকে বাড়িতে রেখে কাজের খোঁজে পাশের রাজ্যে গিয়েছিলেন যুবক। অন্য দিকে, ছেলের অনুপস্থিতিতে বৌমাকে একাধিক বার ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। স্বামী বাড়িতে নেই। তাই শ্বশুরের এমন আচরণে সম্মতি না দিলেও প্রতিবাদ করতে পারেননি বধূ। তবে স্বামী বাড়ি ফিরতেই সব কথা বলেছিলেন। তার পরেই বাবা-ছেলের যুদ্ধ। তিনি বৌমাকে কুপ্রস্তাব দিয়েছেন, এই অভিযোগ করতেই ছেলেকে অস্ত্র দিয়ে কোপালেন বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, জিয়াগঞ্জ হাই স্কুল পাড়ার বাসিন্দা পিন্টু শেখ বৃহস্পতিবার ইফতার শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার বাবা আইজুল শেখ তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন বলে অভিযোগ। ছেলেকে রাস্তায় এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যান তাইজুল। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে তাইজুলকে। যুবকের স্ত্রীর দাবি, শ্বশুর তাঁর সঙ্গে খারাপ আচরণ করতেন। খারাপ ইঙ্গিত দিতেন। স্বামীকে সেসব বলেছিলেন তিনি। তারপরই শ্বশুর ছেলের উপর আক্রমণ করেছেন। আর জখম যুবক জানান, তার বাবা যে কাজ করেছেন, সেটা কোনও বাবা ভাবতেই পারেন না। তিনি অভিযোগ করেছেন, পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান তাইজুল।

 আক্রান্ত পিন্টুর কথায়, ‘আমার বৌকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিল বাবা। আমি বাড়িতে ছিলাম না বলে বৌ ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। আমাকে জানাতেই আমি সোজা বাবাকে বিষয়টা বলি। তারপরই বাবা আমাকে অস্ত্রের কোপ মেরেছে।’

পিন্টুর স্ত্রী জানিয়েছেন, শ্বশুরমশাই তাকে আগেও ‘কুপ্রস্তাব’ দিয়েছেন। তিনি প্রত্যেক বার ‘না’ বলেছেন। এবার ছেলে বাড়িতে না থাকার ‘সুযোগ’ নিয়েছেন শ্বশুর।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, এক মহিলা তার শ্বশুরের বিরুদ্ধে স্বামীকে অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ করেছেন। মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, জখম যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।  সূত্র- আনন্দবাজার পত্রিকা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়