শিরোনাম
◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারতের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা একটাই...’

ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তবে ভারতের একটি সমস্যা রয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ভারতের সমস্যা একটাই, এটি  বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ট্রাম্প আগামী ২ এপ্রিল থেকে ভারতের ওপর পাল্টা মার্কিন শুল্ক আরোপের হুমকিও পুনর্ব্যক্ত করেছেন। এ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্কের আরও কয়েকটি দিক নিয়ে কথা বলেন ট্রাম্প। 

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর  একটি। আমি বিশ্বাস করি তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। তবে ২ এপ্রিল আমরা তাদের ওপর একই শুল্ক আরোপ করব, যদি তারা আমাদের ওপর আরোপ করে।’

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ-অর্থনৈতিক করিডোর (আইএমইসি) সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটি অসাধারণ কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি জোট, যারা বাণিজ্যে আমাদের ক্ষতি করতে চাওয়া অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে একত্রিত হচ্ছে। আমাদের বাণিজ্যে অংশীদারদের একটি শক্তিশালী জোট হতে যাচ্ছে এটি।’

ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। তিনি বলে আসছেন, ভারত একটি অত্যন্ত উচ্চ শুল্ক আরোপকারী দেশ এবং তিনি পুনর্ব্যক্ত করেছেন যে আমেরিকান পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর ওপর পারস্পরিক শুল্ক আরোপ ২ এপ্রিল থেকে শুরু হবে। এর আগেও ট্রাম্প ভারতকে ‘ট্যারিফ কিং’ এবং ‘বিগ অ্যাবিউজার’ বলে অভিহিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়