শিরোনাম
◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতে নারী ও শিশুসহ চার শতাধিক মানুষকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেসের নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই বর্বরতাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার কংগ্রেসের এই সংসদ সদস্য দাবি করেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই। তিনি বলেন, ‘ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না।’ তিনি আরও বলেন, ‘যত বেশি অপরাধমূলক কাজ করবে, তত বেশি তারা নিজেদের কাপুরুষ হিসেবে প্রকাশ করবে।’

প্রিয়াঙ্কা গান্ধী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, ‘ইসরায়েলি সরকার কর্তৃক ১৩০ জন শিশুসহ ৪০০ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড প্রমাণ করে যে, তাদের কাছে মানবতার কোনো মূল্য নেই।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো এটি স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ স্বীকার করুক বা না করুক, বিশ্বের সকল নাগরিক যাদের বিবেক আছে (অনেক ইসরায়েলিসহ), তারা তা দেখতে পাবে।’

ফিলিস্তিনি জনগণের সাহসিকতা ও মনোবলের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবে তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।’ সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়