ভারতের ছত্তিশগড়ে অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এতে ভারতীয় পুলিশের এক জওয়ানসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ছত্তিশগড়ের বিজাপুর এবং কাকের জেলায় নিরাপত্তা কর্মীরা অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটি বলছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ২২ জন মাওবাদী এবং পুলিশের এক জওয়ান নিহত হন। পাশাপাশি দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন।
ছত্তীসগঢ় পুলিশের দাবি, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দন্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলারায় পাহাড়-জঙ্গলঘেরা এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অন্য দিকে, কাকেরে পৃথক সংঘর্ষের ঘটনার চার মাওবাদী নিহত হন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। এছাড়া গত ১৯ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতোমধ্যেই সংঘর্ষে দুই শতাধিক মাওবাদীর নিহত হয়েছে।