শিরোনাম
◈ ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজিবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার ◈ পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে পাঁচজন নিহত, আশঙ্কাজনক ২ ◈ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ◈ এবার জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল ◈ সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ ◈ পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ১৯৬ কর্মকর্তা ◈ রাজধানীতে ৪ কিশোরীসহ ধর্ষণের শিকার পাঁচজন একদিনে ঢাকা মেডিকেলে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে মেসি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার  ◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে সিভিতে পুতুলের মিথ্যা তথ্য, দুদকের মামলা ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৭৪, মামলা ৭০

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 

জানা গেছে, ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল বিদ্রোহী গোষ্ঠীটি। কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো।

মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়