শিরোনাম
◈ তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল: ২১ আগস্ট গ্রেনেড হামলা ◈ ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ, হতে পারে জেল-জরিমানা! ◈ আফগানিস্তানকে শত্রু বানানোর চেষ্টা কেন, প্রশ্ন ইমরান খানের ◈ বিসিবির অর্থ আত্মসাত, পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ জুলাই ফাউন্ডেশনে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গায়ে মুরগির রক্ত মেখে প্রতারণা! ◈ মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের জন্য কী বার্তা দিচ্ছে? ◈ ধরাছোঁয়ার বাইরে শহরের এক নীরব ঘাতক শব্দদূষণ ◈ ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ থেকেই ◈ অভিষেক ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠে নামবেন হামজা চৌধুরী!  ◈ ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচে সমর্থক হয়ে আর্জেন্টিনাকে উৎসাহ দেবেন মেসি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৩:২৬ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ফ্ল্যাটে মিলল ৯৫ কেজি সোনা, ৯০ কোটি টাকা

বন্ধ একটি ফ্ল্যাটকে ঘিরে তৈরি হয় ব্যাপক রহস্য। গোয়েন্দারা তথ্য পান ফ্ল্যাটের ভেতরে আছে বিপুল টাকা আর সোনা। খবর পেয়ে সাথে সাথে হাজির হয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দরজা খুলেই চোখ কপালে ওঠার অবস্থা সবার। ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় ৯৫ কেজি সোনা এবং নগদ ৯০ কোটি টাকা।

সোমবার (১৭ মার্চ) ভারতের ‍গুজরাটের পালতি এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল সোনা আর টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তবে বাসা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান এটিএস এবং ডিআরআইয়ের কর্মকর্তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যায় দলটি। ঘরের মেঝেতে থাকা স্টিলের বক্স খুলতেই ভেতরে মেলে বিস্কুটের মতো সোনার বার। ৮-১০টির করে বার একসাথে করে রাবার দিয়ে বেঁধে রাখা।

স্টিলের বাক্সে সোনার বারগুলো থরে থরে সাজানো ছিল। বিপুল এই সোনা উদ্ধারের পর গুনতে শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া পাশের আলমারি খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা। সেই টাকা গুনতে ব্যাংক থেকে মেশিন নিয়ে আসা হয়।

ভারতীয় পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস) এবং ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, গোপন সংবাদ পেয়ে তারা অভিযানে নামেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দুজনই পলাতক রয়েছেন।

ভারতীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, সোমবারের অভিযানে ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তাদের ধারণা, অভিযুক্তরা বড়সড় কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত। তাদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, অবৈধ অর্থের মজুদ খুঁজতে গুজরাটের পুলিশ প্রায়ই অভিযান চালাচ্ছে। এর আগে ২০২০ সালে আহমেদাবাদের একটি গুদামঘর থেকে ১০০ কেজি স্বর্ণ এবং সুরাতের একটি ফ্ল্যাট থেকে নগদ ১০ কোটি টাকা উদ্ধার হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়