শিরোনাম
◈ এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন: পুরুষ কর্মীকে বিদ্যুতের শক দেওয়া হয়, নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারন ◈ যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত : সাইফুল হক ◈ দেশ থেকে চুরি হওয়া সম্পদ ফেরাতে যুক্তরাজ্যের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ◈ ধর্ষণের হুমকির বিচার চেয়ে রাস্তায় দাঁড়ালেন মা-মেয়ে ◈ সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু বৃহস্পতিবার ◈ দেশের রাজনীতি ও নির্বাচন কোন দিকে যাচ্ছে? ◈ ভোজ্যতেলের কর সুবিধা বাড়ানোর সুপারিশ ◈ তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ একেবারেই সহজ প্রক্রিয়ায় স্টোরি থেকে আয়ের সুযোগ দিচ্ছে ফেসবুক ◈ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৫, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলের হামলা, নিহত ২০০

গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরাইল। মঙ্গলবার ভোরে গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০০ জনে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেকেই।

গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরাইল এবং উত্তর গাজা, গাজা সিটি ও মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল-বালাহ, খান ইউনিস, রাফাহসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকেই শিশু।

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। বিমান হামলার বাইরেও তাদের অভিযান প্রসারিত হবে।

গত ১৯ জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি বর্ধিত করার জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ প্রচেষ্টার পর ইসরাইলি সেনাবাহিনী গাজায় নিয়মিত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে। তবে এবারের হামলার মাত্রা অনেক বেশি।

এদিকে হামাস জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে। ফলে গাজায় আটক ৫৯ জন পণবন্দীর ভাগ্য এখনো অনিশ্চিত।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামাসকে ’পণবন্দীদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোয়’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য অভিযুক্ত করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল এখন থেকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ইসরাইল হামলা চালানোর আগে মার্কিন প্রশাসনের সাথে পরামর্শ করেছিল। সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য-স্তরের হামাস কমান্ডার ও নেতৃত্বের কর্মকর্তাদের পাশাপাশি হামাসের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়