শিরোনাম
◈ লাখ লাখ রোহিঙ্গার চোখে এখন স্বদেশে ফিরে যাওয়ার স্বপ্ন ◈ ঈদুল ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ◈ ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ◈ বিএনপিকে এক-এগারো’র মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান ◈ ব্যাংকের ঋণের ২৭ শতাংশ দিতে হবে সিএমএসএমই খাতে: কেন্দ্রীয় ব্যাংক ◈ এবার শেখ হাসিনাকে নিয়ে ড. কামাল হোসেনের বিস্ফোরক মন্তব্য! ◈ ওয়াসার নিয়োগে নাহিদ-নুসরাতের সুপারিশ, যা বললেন হান্নান মাসুদ ◈ উন্নয়নকাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ডিএনসিসি ◈ কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা ◈ গ্যাসের দাম বাড়িয়ে পার্বত্য এলাকার অনসোর ব্লকের জন্য পিএসসি চূড়ান্ত

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের কাছে 'স্ট্যাচু অব লিবার্টি' ফেরত চাইলেন ফ্রান্সের এমপি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। প্রায় ১৫০ বছর ধরে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মশাল হাতের মূর্তিটি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শত বছরপূর্তি উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১৮৮৬ সালে এটি উপহার দিয়েছিল ফ্রান্স। তবে এবার সেই উপহার ফেরত চাইলেন খোদ ফ্রান্সেরই এক আইনপ্রণেতা।

সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রেন্স টোয়েন্টিফোর জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লাকসম্যান। তিনি দাবি করেছেন, যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেই মূল্যবোধকে অস্বীকার করছে ট্রাম্প সরকার।

রোববার এক জনসমাবেশে বক্তৃতাকালে এই দাবি করেন বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান। তিনি বলেন, ভাস্কর্যটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে আমেরিকা আর তা ধারণ করে না। আমেরিকা এখন সৈরাচারদের দ্বারা পরিচালিত হচ্ছে। আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের।

ওই সমাবেশে তিনি বলেন, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। আমরা সেইসব আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ বেছে নিয়েছে, যারা বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে তাদের উচিত স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া।

ফরাসি আইনপ্রণেতার দাবি, এই ভাস্কর্য আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখন সেই ভাস্কর্যের মর্যাদা রাখতে পারছে না। তাই নিজের দেশেই সেই মূর্তি ঠিকমতো থাকবে এবং এর মর্যাদা রক্ষা হবে।

ধারণা করা হচ্ছে, সম্ভবত ওয়াশিংটনের ইউক্রেনে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই এমন মন্তব্য করেছেন ফরাসি এমপি। ইউক্রেন ইস্যুতে এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরোধিতা ও সমালোচনা করেছেন গ্লাকসম্যান। ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থান ও জেলেনস্কির প্রতি তার প্রকাশ্যে অবমাননা ইউরোপজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। তেমন একটি প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক নিয়ে মন্তব্য করলেন ফরাসি এমপি।

উল্লেখ্য, ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল স্ট্যাচু অব লিবার্টি। এটা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল।

এটি লিবার্টাস, রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি। সে তার ডান হাতে একটি মশাল ও বাম হাতে একটি টাবুলা আনসাটা ধরে রাখে যেখানে রোমান অক্ষরে ‘৪ জুলাই, ১৭৭৬’ লেখা রয়েছে যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায়, যেটা তৎকালীন সময়ের দাসপ্রথা রদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়