বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে খোলা স্থানে নামাজ পড়ায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। খোলা স্থানে নামাজ পড়াকে অপরাধ গণ্য করে শিক্ষার্থীটিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাটে। সেখানের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা এটি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে খোলা স্থানে নামাজ আদায় করার অভিযোগে রোববার খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
হোলি উদযাপনকে ঘিরে প্রকাশিত একটি ভিডিওতে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের পর খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় একদল ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ছে। এ ঘটনার জন্য খালিদ প্রধানসহ আরও তিন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।