শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ফের কাঁপল ভারত

অর্ধ মাসের মাথায় ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখের কার্গিল। জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লাদাখের কার্গিলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি রাত ২.৫০ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। উৎপত্তিস্থলও ছিল কার্গিল।

জম্মু এবং শ্রীনগরের অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা শহরগুলোতে কম্পন অনুভব করেছেন। এ সময় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লেহ এবং লাদাখ উভয়ই ভারতের ভূকম্পিক অঞ্চল-৪-এ অবস্থিত। যার অর্থ ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে এগুলো অত্যন্ত উচ্চঝুঁকিতে রয়েছে। টেকটোনিকভাবে সক্রিয় হিমালয় অঞ্চলে অবস্থিত হওয়ায় লেহ এবং লাদাখে ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকি সর্বদায় জারি থাকে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হয়। একই সময় বাংলাদেশের সিলেটও কেঁপে ওঠে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার ।

এরও আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়