শিরোনাম
◈ পাগল নিয়ে আওয়ামী লীগের সাবেক এমপির বাড়ি দখল, সেই সমন্বয়ক মিষ্টি গ্রেপ্তার ◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য ◈ মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ◈ পুরস্কার বিতরণে জায়গা হয়নি আয়োজক পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব ◈ স্টারলিংক বাংলাদেশে অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দেবে: বিশেষজ্ঞদের মত ◈ বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ◈ নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে  ◈ পাকিস্তানে গিয়ে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারা আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি ◈ অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কী?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১২:৪৯ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

আবারও ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করে বলেছেন, শুল্ক ইস্যুতে তিনি নয়াদিল্লির পর্দা ফাঁস করেছেন।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, তিনি এসে ভারতের এত দিনের ‘কীর্তি’ ফাঁস করে দিয়েছেন। নয়াদিল্লি এবার শুল্ক কমাতে বাধ্য হবে।

ট্রাম্পের কথায়, “ভারত আমাদের ওপর অনেক শুল্ক চাপায়, অনেক। ভারতে কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে। কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করছে।”

এদিন শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে।

ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন দেশের এই শুল্কনীতির পাল্টা ‘পারস্পরিক শুল্ক’ আরোপের কথা জানিয়েছেন তিনি। যেসব দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয়, সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক আরোপ করবে আমেরিকাও। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের ওপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে যুক্তরাষ্ট্র। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়