শিরোনাম
◈ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ ◈ ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি খাদ্যেও ◈ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রাক্তন দুই মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা: নিক্কেই এশিয়ার প্রতিবেদন ◈ সামনের পথ স্পষ্ট - একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন : মির্জা ফখরুল ◈ ইউক্রেনকে সাহায্য করতে নারাজ ইউরোপের ২ দেশ ◈ জাতীয় নাগরিক দল বাংলাদেশে নির্বাচনী দৃশ্যপট পরিবর্তন করতে পারে ◈ ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন ১৪,৩৭৬ কোটি টাকা ◈ সাতকানিয়ায় নিহত ২: কোতোয়ালি থানার লুট হওয়া পিস্তল দিয়ে ছোড়া হয় গুলি ◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা, আতঙ্কে যাত্রীরা 

প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের একটি বিমান চলছিল ৩৫ হাজার ফুট উচ্চতায়। এমন সময় বিমানের একটি যাত্রী হঠাৎ করেই জরুরি দরজা খোলার চেষ্টা করেন, যা মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি করে অন্য যাত্রীদের মধ্যে। তারা ভয়ে চিৎকার শুরু করেন। তবে কেবিন ক্রু ও অন্যান্য যাত্রীরা দ্রুত ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হন এবং পরে তার হাত পেছন থেকে বেঁধে রাখা হয়।

দ্য সান থেকে জানা যায়, এই ঘটনা ঘটেছিল গত ২৮ ফেব্রুয়ারি, যখন বিমানটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল। বিমানের এক যাত্রী জানান, আচমকা ওই ব্যক্তি তার আসন থেকে উঠে দাঁড়িয়ে দরজা টানাটানি শুরু করেন। এর পরপরই অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। এসময় কেবিন ক্রুরা তাকে নিবৃত্ত করতে গিয়ে এক সদস্য আহত হন, যাকে পরবর্তীতে বিশ্রামে থাকতে বলা হয়।

প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের কর্মকর্তাদের মতে, ওই যাত্রী প্রথমে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন এবং পাশে বসা যাত্রীদের বিরক্ত করতে থাকেন। পরে তাকে অন্য আসনে বসানো হয়, কিন্তু কিছু সময় পর তিনি আবার দরজা খুলতে চেষ্টা করেন। এটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, তবে শেষ পর্যন্ত তার অপ্রীতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়