সৌদি আরবের বেশকিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৪ মার্চ) দেশটির সিভিল ডিফেন্সের সাধারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির কারণে মক্কা, রিয়াদ, মদিনা, তাবুক, হাইল, কাসিম, পূর্ব প্রদেশ, উত্তর সীমান্ত, আল-জৌফ, আল-বাহা ও আসির অঞ্চল ক্ষতির মুখে পড়তে পারে।
সিভিল ডিফেন্স সকল বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা নিতে, আকস্মিক বন্যাপ্রবণ এলাকা যেমন উপত্যকা এড়িয়ে চলতে এবং সেখানে সাঁতার না কাটতে আহ্বান জানিয়েছে।
এছাড়া, জনগণকে সর্বশেষ আবহাওয়া সংক্রান্ত আপডেটের জন্য অফিসিয়াল চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখতে বলা হয়েছে।