শিরোনাম
◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৩:৪৮ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিশেষ অভিযানে ১৩ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩ মার্চ) সরকারি কর্মকর্তা সূত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের অপর এক প্রতিবেদনে বলা হয়, আরেক রাজ্য মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার বিএসএফের এক কর্মকর্তা বলেন, মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়