পবিত্র রমজান মাসে ৪০ লাখ পরিবারের জন্য ২ হাজার কোটি রুপি সহায়তা দিতে যাচ্ছে পাকিস্তান সরকার।আজ শনিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই প্রকল্প চালু করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রমজানের প্রথম ১০ দিনেই এই সহায়তা পৌছে যাবে বলে জানিয়েছে সরকার। প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ হাজার রুপি করে দেওয়া হবে। এগুলো ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পৌঁছে যাবে তাদের কাছে।
শাহবাজ শরীফ জানিয়েছেন, বিগত বছরের তুলনায় এবারের রমজানে জিনিসপত্রের দাম সন্তোষজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘এই বছর আমরা ২ হাজার কোটি পাকিস্তানি রুপি সহায়তা দিতে যাচ্ছি। গত বছর এটি ছিল ৭০০ কোটি রুপি।’
ডিজিটাল ব্যবস্থা তৈরিতে কাজ করা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি), জাতীয় ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা), বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) এবং প্রযুক্তি কোম্পানিগুলোসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-প্রতিষ্ঠানের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ একটি সুপরিকল্পিত ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের সবাইকে উপকৃত করবে।