শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার সম্ভব: জেলেনস্কি

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। কারণ প্রত্যাশিত চুক্তি ও আলোচনা শেষ না করেই জেলেনস্কি হোয়াইট হাউজ ছেড়েছেন।

মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রসঙ্গে দুই নেতার মধ্যে বাগবিতণ্ডার শুরু হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান। যা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা।

জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি
এ ঘটনার পর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। এতে তিনি বলেছেন, অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনো পুনরুদ্ধার সম্ভব।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়াশিংটনের সাহায্য প্রয়োজন। তাছাড়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ওভাল অফিসে নজিরবিহীন ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্মতা ঘোষণা করে পোস্ট করেছেন।

এক এক্স বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়া হচ্ছে আগ্রাসনকারী দেশ। যার আক্রমণের শিকার হয়েছে ইউক্রেন।


ফরাসি প্রেসিডেন্ট বলেন, আগ্রাসনকারীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের প্রতি শ্রদ্ধা। তারা আত্মমর্যাদা, স্বাধীনতা, শিশু ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছে।

ইউরোপীয় কমিশনের প্রেসেডিন্ট উরসুলা ভন ডর লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা এক যৌথ পোস্টে জেলেনস্কিকে বলেছেন, আপনার মর্যাদা ইউক্রেনীয় জনগণের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করে।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি কেউ শান্তি চায় না। সূত্র: এএফপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়