ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি
ওই সভায় উপস্থিত একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দিল্লির যেসব স্থানে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা অবস্থান নিয়েছে, সেখানে তল্লাশি চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এছাড়া তাদেরকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভুয়া নথি পত্র বানাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। এজন্য শহরজুড়ে অবৈধ অভিবাসীদের সনাক্ত করে তাদের নির্বাসিত করতে হবে।
এর আগে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এতে আরও উপস্থিত ছিলেন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাসহ একাধিক সিনিয়র কর্মকর্তা।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে অমিত শাহ দিল্লি সরকারের কর্মকর্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।
বৈঠকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির ডাবল ইঞ্জিন সরকার উন্নত ও নিরাপদ দিল্লি গড়ার জন্য দ্বিগুণ গতিতে কাজ করবে। অনুবাদ: চ্যানেল২৪