শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি

ওই সভায় উপস্থিত একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দিল্লির যেসব স্থানে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা অবস্থান নিয়েছে, সেখানে তল্লাশি চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এছাড়া তাদেরকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভুয়া নথি পত্র বানাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। এজন্য শহরজুড়ে অবৈধ অভিবাসীদের সনাক্ত করে তাদের নির্বাসিত করতে হবে। 

এর আগে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এতে আরও উপস্থিত ছিলেন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাসহ একাধিক সিনিয়র কর্মকর্তা। 

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে অমিত শাহ দিল্লি সরকারের কর্মকর্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির ডাবল ইঞ্জিন সরকার উন্নত ও নিরাপদ দিল্লি গড়ার জন্য দ্বিগুণ গতিতে কাজ করবে। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়