শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সঙ্গে রাগ করে ৩০০ ফুট উঁচু টাওয়ারে যুবক! অতপর..

প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। স্বামীর অভিযোগ, শ্যালককে দিয়ে মারধর করান স্ত্রী। এর জেরে রাগে মদ খেয়ে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসেন যুবক। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে কোম্পানিতে কাজ করেন যুবক তার মোবাইল টাওয়ারে উঠেই নাটকীয় ঘটনা তৈরি করেন তিনি। 

টাওয়ারে চড়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করেন যুবক। কখনও হাত ছেড়ে বিপজ্জনক ভঙ্গিতে ভয় দেখাতে থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে।

বিএসএনএলের কর্মকর্তারা এসে তাকে নামানোর চেষ্টা করলেও জয় কুমার বাধা দেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী এবং অফিসের কাছে একটি সরকারি কোয়ার্টারে পরিবারের সাথে থাকেন।

তার স্ত্রী বর্ষার অভিযোগ, স্বামী জয় মদ্যপানে আসক্ত ও প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করেন। মাসের বেশির ভাগ দিনই জয় কাজে যোগ দেন না। তাই পুরো বেতন পান না। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এ কারণে পাওনাদাররা তাকে বিরক্ত করেন।

গত বুধবার রাতে মদ্যপান করে জয় বাড়ি এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন বলে দাবি। অন্যদিকে জয়ের দাবি, স্ত্রীকে তার কোয়ার্টার থেকে বার করে দিতে হবে ও তাকে লখনউতে বদলি করতে হবে। অনেক কষ্টে তাকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। পুলিশ তাকে সাহায্যের আশ্বাস দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়