ইসরায়েলে তিনটি বাসে বিস্ফোরণের পর অবরুদ্ধ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সেখানকার অন্তত দুইটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এক বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানিয়েছে, তিনি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক শেষে নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি ইসরায়েলি শহরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী আইডিএফ-কে পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের তিনটি বাস বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে। বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী সংস্থাকে দায়ী করেছেন।
ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডাকেন। এরপরই পশ্চিমতীরে অভিযান চালানোর নির্দেশনা দেয় দেশটির সরকার।
আপনার মতামত লিখুন :