শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর সঙ্গে ট্রাম্পের তুমুল তর্ক! কী হয়েছিল বৈঠকে? ফাঁস করলেন প্রেসিডেন্ট নিজেই

ভারত আমেরিকার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয়, এমনটাই অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের। আমেরিকা যেখানে বিভিন্ন ভারতীয় পণ্যে মাত্র ২ শতাংশ শুল্ক নেয়, সেখানেই ভারত গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক নেয়। সেই কারণেই ভারতের উপরও চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। খবর: টিভি৯বাংলার।

ওয়াশিংটন: দরাদরিতে তাঁর থেকে প্রধানমন্ত্রী মোদী অনেক ভাল বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ কাটতে না কাটতেই সুর পাল্টে বললেন, তাঁর সঙ্গে তর্কে কেউ পারবে না। ভারতের সঙ্গে এত বন্ধুত্ব, তাও ট্যারিফ থেকে এক টাকাও ছাড় দিচ্ছেন না ট্রাম্প। বলেছেন, ভারত যা শুল্ক নেয় আমেরিকার থেকে, আমেরিকাও ভারতের থেকে সমপরিমাণ শুল্ক নেবে।

ভারতের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ বা সমান হারে শুল্ক বসানো নিয়ে কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কী কথা হয়েছে, তা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে (নরেন্দ্র মোদী) বলেছিলাম, আমরা সমান পরিমাণ শুল্ক নেব। আপনি যা শুল্ক নেবেন, আমিও সেই শুল্ক নেব। উনি বললেন, না না, আমার এটা পছন্দ নয়। আমিও বললাম, না। আপনারা যা চার্জ নেবেন, আমিও সেই চার্জই নেব। আমি প্রতিটা দেশের সঙ্গেই তাই করছি।”

ভারত আমেরিকার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয়, এমনটাই অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের। আমেরিকা যেখানে বিভিন্ন ভারতীয় পণ্যে মাত্র ২ শতাংশ শুল্ক নেয়, সেখানেই ভারত গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক নেয়। সেই কারণেই ভারতের উপরও চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইলন মাস্ককে পাশে নিয়ে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ভারত ১০০ শতাংশ শুল্ক নেয় অটোমোবাইল আমদানিতে। অনেক বেশি শুল্ক।”

ট্রাম্প দাবি করেন যে ভারতের এত বেশি শুল্ক চাপানোর কারণে ভারতে কারখানা স্থাপন করা ছাড়া আমেরিকান কোম্পানিগুলি ভারতে কোনও পণ্যই বিক্রি করতে পারে না। মার্কিন অর্থনীতির জন্য এটা অনায্য। সেই কারণেই ভারতের উপরও সম পরিমাণ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কার্যত চাঁচাছোলা ভাষায় ট্রাম্প বলেন, “কেউ আমার সঙ্গে তর্কে পারবে না। আমি যদি বলি ২৫ শতাংশ শুল্ক নেব, ওরা বলবে, এটা খুব খারাপ। আমি তাই আর কিছু বলিই না। আমি বলি, ওরা যা চার্জ নেবে, আমরাও সম পরিমাণ শুল্ক নেব। আর তারা থেমেও যায়।”

প্রসঙ্গত, প্রথমবার যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, তখনও ভারতের সঙ্গে শুল্ক নিয়ে মন কষাকষি হয়েছিল। ভারতকে ট্যারিক কিং বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়