শিরোনাম
◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি ◈ খিলগাঁওয়ে স মিলে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে একই পরিবারে ৩ জনের আত্মহত্যা অনলাইন জুয়ায় হেরে

অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারানোর পর ভারতের কর্ণাটকে মাইসুরু জেলায় একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন। সোমবার রাত ও আজ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জোশ অ্যান্টনি, তাঁর ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা।

পুলিশ জানিয়েছে, জোবি অ্যান্টনি ও শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচ ও অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছিলেন। এর ফলে দেনাদাররা পরিবারটির কাছে টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলেন।

এ অবস্থায় প্রচণ্ড মানসিক চাপে পড়ে সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেন এবং এতে অভিযোগ করেন, তাঁর ভাই জোবি ও ভাইয়ের স্ত্রী শর্মিলা প্রতারণার মাধ্যমে তাঁদের বোনের নামে ঋণ নিয়েছিলেন।

ভিডিওতে জোশ বলেন, ‘আমার বোনের স্বামী নেই। অথচ জোবি ও তার স্ত্রী বোনের নামে ঋণ তুলে প্রতারণা করেছে। আমার মৃত্যুর জন্য জোবি ও শর্মিলা দায়ী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

জোশের মৃত্যুর খবর জানতে পেরে জোবি ও শর্মিলাও মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কর্ণাটক রাজ্যে বিজেপি সরকারের সময় অনলাইন জুয়া ও বাজি নিষিদ্ধ করতে কর্ণাটক পুলিশ (সংশোধনী) আইন প্রণয়ন করা হয়েছিল। তবে ২০২২ সালে হাইকোর্ট এই আইনটি বাতিল করে দেন।

এর আগে, রাজ্যটির সাবেক স্পিকার ও কংগ্রেস নেতা রমেশ কুমার বিধানসভা অধিবেশনে ক্রমবর্ধমান বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়