শিরোনাম
◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন? ◈ কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লার খোলা চিঠি ◈ খিলগাঁওয়ে স মিলে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে: ভারত ◈ ১৮’র ভোটের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কলকতায় সাহায্যকারীসহ গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ ‘নেতা’ 

ভারতে পালিয়ে আসা এক বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সোমবার তাকে গ্রেপ্তার করে বর্ধমান থানা পুলিশ। 

তাকে ভারতে আসতে এবং আশ্রয় দিতে সাহায্য করায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃত তিন জনকে আদালতে তোলা হয়। বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম রাজু আহমেদ। তিনি ময়মনসিংহ জেলার কুসুমপুরের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন ধরে রাজু বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার মালিরবাগানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিলেন। রাজুকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার অভিযোগে আসানসোলের বাসিন্দা সুদীপ দাস ওরফে বাপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অন্য দিকে, রাজুর আসল পরিচয় জেনেও তাকে আশ্রয় দেয়ার অভিযোগে বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাসিন্দা শেখ মাজেদ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রাজু পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, প্রাণের ভয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি ভারতে আসেন। তবে ভারতে প্রবেশের বৈধ কোনও নথি বা কাগজ দেখাতে পারেননি তিনি ।  উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়