শিরোনাম
◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ ◈ দিনদুপুরে রাউজানে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা ◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘গত পাঁচ বছরের তুলনায় ২০২৪ সালেই বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়েছে’

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালেও প্রতিবেশী দুই দেশের নাগরিকদের মধ্যে বিয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দুই দেশের নাগরিকদের মধ্যে বিয়ের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১০০ বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে বিয়ে করতে অনুমতির জন্য আবেদন করেছেন। একই সময়ে ১১ জন বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ের আবেদন করেছেন। গত পাঁচ বছরের তুলনায় ২০২৪ সালেই বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়েছে। 

২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৮৬ বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করতে আবেদন করেছেন। যে বাংলাদেশিরা ভারতীয়দের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন, তারা স্থায়ীভাবে ভারতে বসবাস করবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী, তাদের বেশিরভাগেরই ভারতে থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে, কোনো বিদেশি নাগরিক যদি ভারতীয়দের বিয়ে করেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া, যদি কোনো শিশুর বাবা বা মা ভারতীয় হন, তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব লাভ করবে। 

গত পাঁচ বছরে ৪১০ বাংলাদেশি নারী ভারতীয় পাত্রকে বিয়ে করেছেন, অন্যদিকে ৭৬ বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন। ২০২৪ সালে ভারতীয়দের বিয়ে করতে আবেদন করা ১০০ বাংলাদেশি নারীর মধ্যে ৭৯ জন হিন্দু, ১৬ জন মুসলিম এবং ৫ জন খ্রিস্টান। অপরদিকে, ১১ বাংলাদেশি পুরুষের মধ্যে ৯ জনই হিন্দু এবং ২ জন মুসলিম ভারতীয় নারীকে বিয়ে করেছেন। 

২০২৩ সালের অক্টোবরে বিদেশিদের ভারতীয়দের সঙ্গে বিয়ে নিবন্ধনের প্রক্রিয়া সহজ করে  পশ্চিমবঙ্গ সরকার। এরপর থেকেই বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। 

রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের নাগরিকদের মধ্যে আন্তঃদেশীয় বিয়ের সংখ্যা বেড়েই চলেছে, যা সামাজিক ও সাংস্কৃতিক সংযোগকে আরও দৃঢ় করছে। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়